স্বাধীনতার ৫২বছর পর নান্দাইলে প্রথমবারের মত মন্ত্রিত্ব পাচ্ছেন আব্দুস সালাম

 

হাফেজ শাহ্ মুহাঃ মিজানুর রহমান তালুকদার হারুন , নান্দাইল ময়মনসিংহ থেকে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অবঃ আব্দুস সালাম মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী (পরিকল্পনা মন্ত্রণালয়) হিসেবে দায়িত্ব নিচ্ছেন।
এর মধ্য দিয়ে স্বাধীনতার ৫২বছর পর এই প্রথমবারের মতো মন্ত্রী পাচ্ছেন নান্দাইলবাসী। বুধবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সচিবালয়ে সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান। গত ৭ জানুয়ারি নান্দাইল আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেজর জেনারেল অবঃ আব্দুস সালাম (আরসিডিএস পিএসসি)। গত বুধবার সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ীদের সকল সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাধীনতার পর নান্দাইলের জনগণ কোন মন্ত্রী পায়নি। এবার আমরা নান্দাইলবাসী একজন পূর্ন মন্ত্রী পেয়েছি। নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালামের মাধ্যমে আমাদের বহুল কাঙ্খিত সাধ পূরণ হচ্ছে। সদ্যসমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেজর জেনারেল আব্দুস সালাম (নৌকা প্রতীক) ৮২ হাজার ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী (স্বতন্ত্র) ঈগল প্রতীক আনোয়ারুল আবেদীন খান ৬৩ হাজার ১০০ ভোট পেয়ে পরাজিত হন। উল্লেখ্য, মেজর জেনারেল আব্দুস সালাম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে ১৯৪২ সালের ২৮ ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর জেনারেল পদে কর্মরত অবস্থায় অবসর গ্রহণ করেন। পরে অবসরে এসে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন এই সাবেক দুই বারের সংসদ সদস্য মেজর জেনারেল আব্দুস সালাম (আরসিডিএস পিএসসি অব:)। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি বিগত ১৫৪ ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে (নৌকা প্রতীকে) সপ্তম জাতীয় সংসদ নির্বাচন (১৯৯৬ সালের ১২ জুন) প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহুরুল ইসলাম খান জাতীয় পার্টি (লাঙ্গল প্রতীক) তুলনায় ১১হাজার ৬৬০ ভোট বেশী ও নবম জাতীয় সংসদ নির্বাচনে (২০০৮ সালের ২৯ ডিসেম্বর ) প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুররম খান চৌধুরী বিএনপি (ধানের শীষ) তুলনায় ৭০ হাজার ৪৬৬ ভোট বেশি পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন (৭ জানুয়ারি ২০২৪) নৌকা প্রতীক নিয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী স্বতন্ত্র (ঈগল প্রতীক) আনোয়ারুল আবেদীন খানকে পরাজিত করে ১৯হাজার ২৭১ ভোট বেশী পেয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.