ঠাকুরগাঁওয়ে বিষপানে কিশোরীর মৃত্যুঠাকুরগাঁওয়ে বিষপানে কিশোরীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বিষপানে আশা মনি(১৭) নামে এক কিশোরী মৃত্যু হয়েছে। সোমবার (১৫ মে) দিবাগত রাতে সদর উপজেলারর আখানগর ইউনিয়নের ডাঙা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশা মনি (১৭) আখানগর ইউনিয়নের ডাঙা পাড়ার গ্রামের আলী হুসেনের মেয়ে।

 

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে বিষপানে আশা মনি(১৭) নামে এক কিশোরী মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ মে) দিবাগত রাতে সদর উপজেলারর আখানগর ইউনিয়নের ডাঙা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশা মনি (১৭) আখানগর ইউনিয়নের ডাঙা পাড়ার গ্রামের আলী হুসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে আশা মনি ও তার ছোট ভাই রাকিবের সাথে একটি স্মার্ট ফোনের কারণে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এতে আশা মনি এক পর্যায় রাগকে নিয়ন্ত্রণ না করতে পেরে বিষপান করেন। পরে তার পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেয়া। সেখানেও অবস্থার অবনতি ঘটলে ঠাকুরগাঁও সদর হাসপাতালে থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা স্থানে পুলিশ পরিদর্শন করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.