সরিষাবাড়ীতে জগন্নাথদেব মন্দিরের শতবর্ষ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত  

 

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ

জামালপুরের সরিষাবাড়ীতে শ্রী শ্রী  জগন্নাথদেব মন্দিরের শতবর্ষ পূর্তিতে দুইদিন দুই দিনব্যাপী  মঙ্গল শোভাযাত্রা, সনাতনী ধর্মসভা, খন্ডকালীন লীলাকীর্তন সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে শ্রী শ্রী  জগন্নাথদেব মন্দির কমিটি ও সনাতনী ধর্মালম্বী ভক্তরা।

দুই দিনব্যাপী অনুষ্ঠান উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টায় বণ্যঢ্য মঙ্গল শোভা যাত্রা পৌর শহরের শিমলা বাজার শ্রী শ্রী  জগন্নাথদেব মন্দির হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এর পর দুপুর -১.৩০ মিনিটে শ্রী শ্রী  জগন্নাথদেব এর ভোগ আরতি, দুপুর ২ ঘটিকায়  মহাপ্রসাদ বিতরণ, বিকেল ৩ ঘটিকায় সনাতনী ধর্মসভায় প্রধান আলোচক হিসেবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শ্রী শ্রী গোপীনাথ দাস ব্রক্ষচারী গুরুমহারাজ উপস্থিত ছিলেন। এ ছাড়াও খন্ডকালীন লীলাকীর্তন বগুডা’র শ্রীমতি তৃষ্ণা দেব পরিবেশন করেন।

এ সময় শ্রী শ্রী  জগন্নাথদেব মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী সুনীল কুমার সাহা, সাধারন সম্পাদক শ্রী কালাচান পাল, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য রমেশ চন্দ্র সুত্রধর, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি সনজিৎ প্রসাদ সাহা (জগ),সাধারন সম্পাদক দিপক কুমার সাহা, বাংলাদেশ ব্রাক্ষন সংসদ সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারন সম্পাদক মন্টু লাল তেওয়ারী, যুগ্ম সম্পাদক প্রবীর কুমার গোস্বামী বাবু, সাংগঠনিক সম্পাদক মলয় চক্রবর্তী (জুয়েল) সহ মন্দির কমিটির সদস্য সহ সনাতনী ধর্মালম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.