
গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে সরকারি ভাবে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫মে) সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্যগুদাম চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তারের সভাপতিত্বে ও জামালপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ শফি আফজালুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বোরোধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, সরিষাবাড়ী খাদ্যগুদামের ওসিলিটি মোঃ সাইফুল মালেক এবং সরিষাবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সাখাওয়াত আলম মুকুলসহ উপজেলা চালকল মালিক গ্রুপের নেতৃবৃন্দ প্রমূখ।
চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলায় ৩০ টাকা দরে সরাসরি কৃষকের নিকট থেকে ১হাজার ৪শত ৯৫ মেট্রিক টন ধান এবং ৪৪টাকা দরে ১হাজার ৮শত ৯৫ মেট্রিক টন চাল সংগ্রহ অভিযান চলবে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, বিগত সময়ের চেয়ে এবার আল্লাহর অশেষ রহমতে এই অঞ্চলের কৃষক কোন প্রকারের প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই তাদের স্বপ্নের ফসল ইরি ধান বাম্পার ফসলের মাধ্যমে ভালো ভাবে ঘরে তুলতে সক্ষম হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.