সরিষাবউপজেলা আওয়ামীলীগের ব্যানারে পৃথক পৃথক কর্মসূচী সাধারন সম্পাদকের বিরুদ্ধে দলীয় কর্মসুচীতে অনুপস্থিতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক সরিষাবাড়ি,
প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকি’র প্রতিবাদে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা আওয়ামীলীগের ব্যানারে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ও সরকারীি কর্মসুচীতে অনুপস্থিতির অভিযোগ ওঠেছে দলের ত্যাগী নেতা-কর্মীদের মাঝে।
দলীয় সুত্রে জানা গেছে, রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এমপি’কে জনসভায় প্রকাশ্য হত্যার হুমকি’র প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের ব্যানারে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বিকেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকদের দলীয় কার্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করেন। এ নির্দেশে সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা ও স্থানীয় সংসদ সদস্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এর নেতৃত্বে দলীয় কার্যালয় (এলিন ট্রেড সেন্টার সংলগ্ন) হতে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শিমলা বাজার বঙ্গবন্ধু চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা’র সভাপতিত্বে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম সষ্ণালনা করেন।
এতে বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি, সাবেক উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বেগম জোহরা লতিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী শরীফ আহমেদ নীরব প্রমুখ। এ সময় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী- সমর্থকর অংশ নেয়।
অপর দিকে সোমবার বিকেলে একই দিনে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও তেজগাও কলেজের অধ্যক্ষ ড. হারুন অর রশীদ এর সর্মথকদের কে সরিষাবাড়ী কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী- সমর্থকদের দলীয় কার্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করেন।এ লক্ষে সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিন ও তেজগাও কলেজের সাবেক অধ্যক্ষ ও তেজগাও থানা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুর রশীদ এর নেতৃত্বে সরিষাবাড়ী কলেজ হতে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌর সভার আরামনগর বাজার জিকে প্লাজায় এসে প্রতিবাদ সভাবেশ করেন। প্রতিবাদ সমাবেশে পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন, তেজগাও কলেজের সাবেক অধ্যক্ষ ও তেজগাও থানা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুর রশীদ, সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিন, এম এ গনি প্রমুখ। এ সময় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশ নেতা-কর্মী- সমর্থকর অংশ নেয়।
দলীয় সুত্রে জানা গেছে,রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতি এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এমপি’কে জনসভায় প্রকাশ্য হত্যার হুমকি’র প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগ সরিষাবাড়ি উপজেলা শাখার সভাপতি ছানোয়ার হোসেন বাদশা ও সাধারন সম্পাদক তেজগাও কলেজের অধ্যক্ষ ড. হারুন অর রশীদ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকদের পৃথক পৃথক দুটি স্থানে স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। এ নিয়ে দলের ত্যাগী নেতা-কর্মী ও সচেতন মহলের মাঝে ক্ষেভের সঞ্চার হয়েছে।
দলীয় সুত্রে আরো জানা গেছে, সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও তেজগাও কলেজের অধ্যক্ষ ড. হারুন অর রশীদ এর বিরুদ্ধে দলীয় ও রাষ্ট্রীয় কর্মসুচীতে অনুপস্থিত থাকার ফলে দলীয় নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে । সাধারন সম্পাদক ড. হারুন অর রনশীদ সরকারী ও দলীয় কর্মসুচীতে অনুপস্থি ছিলেন, ১৭ ই এপ্রিল পৌর সভার এলিন ট্রেড সেন্টারের আলতা হল সংলগ্ন মেইন রোডস্থ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ঐতিহাসিক মুজিব নগর দিবস গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রথম সরকারের শপথ গ্রহন দিবস উপলক্ষে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন,জাতীয় ও দলীয় পতাকা,দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। এ দিবসটিতেও সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও তেজগাও কলেজের অধ্যক্ষ ড. হারুন অর রশীদ অনুপস্থিত ছিলেন,এ ছাড়াও সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ২০২২ইং সালের ২৬ অক্টোবর সরিষাবাড়ী কলেজ মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সভাপতি হিসেবে আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা কে সভাপতি ও তেজগাও কলেজের অধ্যক্ষ ড. হারুন অর রশীদ কে সাধারন সম্পাদক নির্বাচিত হন। দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা হলেও গতকাল সোমবার পর্যন্ত পুনাঙ্গ কমিটি অনুমোদন হয়নি। এর পর থেকে ৩ রা নভেম্বর জেল হত্যা দিবস, ২০২২ইং সালের ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের ক্ষেত্রে ১৬ ই ডিসেম্বর পুর্ব মুহুর্তে আনুষ্ঠানিকতা করার জন্য কোন মতবিনিময় করেননি। শুধুমাত্র ১৬ ডিসেম্বরে স্মৃতিসৌধে শহীদ স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করে প্রশাসনিক কোন কর্মসুচীতে অংশ গ্রহন না করেই ঢাকায় চলে যান। ২০২৩ ইং সালের ১০ই জানুয়ারী জাতীর পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কর্মসুচীতে অংশ গ্রহন করেন নাই। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন জাতিসংঘের ইউনেস্কো সাংস্কৃতিক স্বীকৃতী প্রাপ্ত শ্রেষ্ঠ ভাষন হিসেবে স্বীকৃতি পেয়েছে এ দিবসের কোন কর্মসুচীতে অংশ গ্রহন করেন নাই। ১১ মার্চ ময়মনসিংহে প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র জনসভাকে সফল করার ক্ষেত্রে সরিষাবাড়ীতে তার কোন ভুমিকা ছিল বলে দেখা যায়নি। ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্ম বার্ষিকীতে উপজেলা আওয়ামীলীগের কর্মসুচীতে অনুপস্থিত ছিলেন। ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে অংশ গ্রহন করেন নাই। এ ছাড়াও সর্বশেষ গতকাল সোমবার ১৭ ই এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রথম সরকারের শপথ গ্রহন দিবস পালনের জন্য জাতীয় ও দলীয় পতাকা, দোয়া ও আলোচনা সভায় আয়োজন করে উপজেলা আওয়ামীলীগের ব্যানারে। ১৭ই মে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা’র ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে অনুপস্থিত ছিলেন। অপর দিকে ১৪১ জামালপুর ৪ (সরিষাবাড়ী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী তিনিও দলীয় কোন কর্মসুচীতে উপস্থিত থাকেন না বলে দলীয় সুত্রে জানা গেছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.