ধান ক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

 

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতি‌নি‌ধি:

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধান খেত থে‌কে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ ২৩মে মঙ্গলার দুপু‌রে উপ‌জেলার নেকমরদ ইউনিয়নের ভকরগাঁও এলাকার লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভকরগাঁও এলাকায় একদল কৃ‌ষি শ্রমিক বো‌রো ধান কাট‌তে গি‌য়ে অর্ধগলিত লাশটি দেখ‌তে পায়। পরে তারা রাণীশং‌কৈণ থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখনও মর‌দেহ‌টির নাম পরিচয় শনাক্ত হয়নি।

রাণীশং‌কৈল থানার ও‌সি মোঃ গুলফামুল ইসলাম ব‌লেন, আমরা খবর পেয়েছি, লাশ উদ্বার করে ময়নাতদন্ত জন্য মর্গে পাঠানো হবে

Comments are closed, but trackbacks and pingbacks are open.