- বান্দরবানে কেএনএফ-জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১১ জনের জামিন মঞ্জুর - November 21, 2024
- ফরিদগঞ্জেও বাস্তবায়ন হচ্ছে এই প্রকল্প - November 21, 2024
- ধনবাড়ীতে বিএনপি‘র এক বিশাল জনসভা - November 20, 2024
বিশ্বকাপ শেষ হলেও এখনো দেশে চলছে ফুটবল উম্মাদনা। পাশাপাশি আর্জেন্টিনার ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আবেগ আর্জেন্টিনার মানুষের কাছেও এক অন্য জায়গা দখল করে নিয়েছে। তাই বাঙালির এই ভালোবাসার প্রতিদান আর্জেন্টাইনরা বিভিন্নভাবে প্রকাশ করেছেন।এবার আর্জেন্টাইনরা ভালোবাসার প্রতিদান দিল পাবনাবাসীকেও। ফাইনালের দিন মেসিবাহিনীকে শুভকামনা জানিয়ে পাবনায় বের হওয়া আনন্দ শোভাযাত্রা দুটি ছবি শেয়ার করেছে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন-এএফএ।
সম্প্রতি Liga Profesional de Fútbol de la AFA নামের আর্জেন্টিনার ফুবটলের নিয়ন্ত্রক সংস্থার ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ১১টা ৪১ মিনিটে দু’টি ছবি পোস্ট করে। ছবি দুটি পাবনার জজকোর্ট এলাকার সামনে তথা জিরো পয়েন্ট থেকে তোলা। এতে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা ব্যবহার করে লেখা হয়েছে। Nuestro amigo Our friend…যার বাংলা হলো আমাদের বন্ধু আমাদের বন্ধু…
তাদের এমন প্রতিদানে উচ্ছ্বাসিত পাবনার আর্জেন্টিনার সমর্থকরা। আর্জেন্টিনার এমন ভালোবাসায় তারাও মুগ্ধ। পাবনা শহরের দিলালপুরের বাসিন্দা আর্জেন্টিনার সমর্থক পাভেল মৃধা জানান, ‘এতোদিন আর্জেন্টাইনরা ঢাকার অনেক ছবি ও ভিডিও শেয়ার করে তাদের প্রতি আমাদের ভালোবাসা প্রতিদান দিয়েছে। আজ আমাদের পাবনার ছবি শেয়ার করেছে। এতে আমাদের আনন্দ প্রকাশ করার ভাষা পাচ্ছি না।’সানজামুল হক নামের পাবনার আরেক আর্জেন্টাইন সমর্থক বলেন, ‘সেদিন আমরা যে-ভালোবাসা প্রকাশ করেছিলাম আজ আর্জেন্টাইনরা সেই ভালোবাসা প্রতিদান দিয়েছে। আমরা আর্জেন্টাইন সমর্থক হিসেবে সার্থক ও গর্বিত।’
উল্লেখ্য, এর আগে গত রোববার (১৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে আর্জেন্টিনা ফ্যান ক্লাব পাবনার উদ্যোগে এক বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কলেজের প্রধান গেট হয়ে, বড় ব্রিজ, আব্দুল হামিদ সড়ক, জিরো পয়েন্টসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।শোভাযাত্রা প্রিয় দল ও খেলোয়াড়ের জার্সি পরে উল্লাস প্রকাশ করেন সমর্থকরা। মোটরসাইকেল, প্রাইভেটকার, ইজিবাইক নিয়ে বড় বড় পতাকা হাতে শোভাযাত্রায় পাবনার আর্জেন্টাইন কয়েক শতাধিক সমর্থক অংশ নেন। শোভাযাত্রায় বড় আকর্ষণ ছিল হাতি। হাতিকে আর্জেন্টিনার আকাশী-সাদা রঙের ব্যানারে সাজিয়ে শোভাযাত্রায় অংশ নেয় সমর্থকরা।
এই শোভাযাত্রা চলাকালে নেচে-গেয়ে বাঁশি ও ভুভুজেলা বাজিয়ে চারপাশে উন্মাদনা ছড়িয়ে দেন। আর্জেন্টিনা, আর্জেন্টিনা, মেসি, মেসি-ইত্যাদি স্লোগানে মুখর করে তোলে গোটা শহর। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাও হাত নেড়ে আর্জেন্টিনা দলের সমর্থকদের শুভেচ্ছা জানান। সেই উচ্ছ্বাসের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা নজরে পড়ে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন-এএফএ’র।
Comments are closed, but trackbacks and pingbacks are open.