বাগদাদে ফুটবল স্টেডিয়ামের কাছে বিস্ফোরণ, খেলোয়ারসহ নিহত ১০

ইরাকের রাজধানী বাগদাদে ফুটবল স্টেডিয়ামের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ অক্টোবর) মর্মান্তিক এই বিস্ফোরণে হত হয়েছেন অন্তত ১০ জন, আহত হন ২০ জনের বেশি। নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, বাগদাদের একটি ফুটবল স্টেডিয়াম ও ক্যাফের কাছে একটি গ্যারেজে বিস্ফোরণ ঘটে। গ্যারাজের কাছেই রাখা ছিল একটি গ্যাসবাহী ট্যাংকার। গাড়িতে বেঁধে রাখা বিস্ফোরক থেকে সেই ট্যাংকারেও বিস্ফোরণ ঘটলে হতাহতের ঘটনা ঘটে। এতে আশপাশে বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় যে কয়জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে অধিকাংশ খেলোয়ার। তারা বাড়ির কাছের স্টেডিয়ামে খেলছিল। দেশটির সামরিক বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব বাগদাদের একটি গ্যারেজে গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হন। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে নিরাপত্তা বাহিনী। সূত্র: রয়টার্স

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.