- বান্দরবানে কেএনএফ-জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১১ জনের জামিন মঞ্জুর - November 21, 2024
- ফরিদগঞ্জেও বাস্তবায়ন হচ্ছে এই প্রকল্প - November 21, 2024
- ধনবাড়ীতে বিএনপি‘র এক বিশাল জনসভা - November 20, 2024
আদালতে প্রাঙ্গনে মারামারি, চুলোচুলি আর হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই নারী আইনজীবী। তাদের সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আইনজীবীদের মারামারির এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কাসগঞ্জের আদালত চত্বরে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার।
ভিডিওতে দেখা যায়, একজনের পরনে শাড়ি। গায়ে জড়ানো উকিলের কোট। অন্যজনের পরনে প্যান্ট-শার্ট। রয়েছে উকিলের কোটও। তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে হাত ধরে টানাটানি চলে কিছুক্ষণ। পরে এক নারী অপর জনের গালে সপাটে চড় বসিয়ে দেন। তারপর রীতিমতো হাতাহাতিতে জড়ান তারা।
এখানেই শেষ নয়, ওই দুই নারী আইনজীবীকে পরস্পরের চুল ধরে টানাটানি করতেও দেখা যায়। তাদের এমন লড়াই থামাতে আশপাশে অনেক মানুষ জড়ো হয়ে যান। কিন্তু তারা মারামারি থামাতে ব্যর্থ হন। এ সময় হঠাৎ ঘটনাস্থলে হাজির হন এক নারী পুলিশকর্মী।
ভিডিওতে দেখা যায়, মারামারিতে লিপ্ত দুই নারী আইনজীবীকে থামাতে প্রথমে রীতিমতো হিমশিম খান ওই পুলিশ সদস্যও। পরে কোনও রকমে তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুই নারী আইনজীবীর মারামারি দেখতে আদালত চত্বরে ভিড় জমান অন্য আইনজীবীরাও। তাদের মধ্যে কেউ কেউ এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। তবে উত্তরপ্রদেশের ওই দুই নারী আইনজীবী কী নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন তা জানা যায়নি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.