- পদক জয়ীদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন - December 1, 2023
- শেষ সময়ে দৌড়ে গিয়ে জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়ন ফরম জমা - December 1, 2023
- মধুপুর-ধনবাড়ী মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক - November 30, 2023

রেজাউল ইসলাম মাসুদ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সমাবেশ কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার(৩ রা সেপ্টেম্বর) বিকালে রুহিয়া চৌরাস্তায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই দিনে রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ কর্মসূচি ও থানা মহিলা আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুহিয়া থানা এলাকার বিভিন্ন রাস্তায় সংঘর্ষের সময় ধাওয়া পালটা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এতে ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মাহিনসহ প্রায় ১২ জন আহত হন।
ভাঙচুর সহ ২ টিমোটরসাইকেল ও রুহিয়া বিএনপি অফিসের সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই প্রতিবেদন পাঠানো পর্যন্ত ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, দুটি দল একই সময় সভা ডেকেছে। প্রশাসনের পক্ষ থেকে দুটি দলকে দুটি সময়ের কথা বলা হয়েছিল।
Comments are closed, but trackbacks and pingbacks are open.