হাসান আজিজুল হকের মৃত্যুতে মমতার শোক

উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৩৯ সালে অবিভক্ত বাংলার বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন আজিজুল হক। এ জন্য প্রখ্যাত এই কথাসাহিত্যিকের মৃত্যুতে শোক নেমেছে পশ্চিমবঙ্গজুড়ে। শোকাবার্তায় মমতা বলেছেন, ‘তার প্রয়াণে সাহিত্যজগতে এক অপূরণীয় ক্ষতি হলো। আমি হাসান আজিজুল হকের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন হাসান আজিজুল হক। গত সেপ্টেম্বরে একবার অসুস্থ হলে তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় এনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু সোমবার রাত ৯টায় রাজশাহীর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘আগুনপাখির’ এই স্রষ্টা। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

ঔপন্যাসিক ও ছোটগল্পকার হিসেবে বাংলা সাহিত্যে এক বিশিষ্ট স্থানের অধিকারী হাসান আজিজুল হক। ১৯৬৭ সালে আদমজী সাহিত্য পুরস্কার এবং ১৯৭০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান আজিজুল হক। এরপর লেখক শিবির পুরস্কার, অলক্ত সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার-সম্মাননা পান তিনি।

১৯৯৯ সালে তাকে ‘একুশে পদকে’ ভূষিত করে সরকার। ২০১৯ সালে পান দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার।

Comments are closed, but trackbacks and pingbacks are open.