ফরিদপুর আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত ১০

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের দশহাজার গ্রামে এ সংঘর্ষ হয়েছে।

নিহত ওই ব্যক্তির নাম ভূট্টো মোল্লা (৪৫)। তিনি ওই গ্রামের আহজার মোল্লার ছেলে।

এলাকাবাসী বলছে, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দশহাজার গ্রামের বাসিন্দা ওহাব ফকির ও সোহরাব মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে সন্ধ্যায় ওই গ্রামে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ধারাল অস্ত্রের আঘাতে ভূট্টো মোল্লাসহ ১১ জন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ভূট্টো মোল্লাকে মৃত বলে ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাখাওয়াৎ মোস্তফা বলেন, হাসপাতালে আনার আগেই ভূট্টো মোল্লা মারা গেছে। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর কোতয়ালি থানার উপ-পরিদর্শক বেলাল হোসেন বলেন, সদরের কৈজুরি ইউনিয়নের দশহাজার গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.