আবারও মেসিতে পার বার্সা

নিউজ ডেস্ক:

ড্র নিয়েই হয়তো ফিরতে হতো বাড়ি। কিন্তু মেসি আছেন বলেই তো ভরসা পায় বার্সেলোনা। তুমুল লড়াইয়ের মাঝে ম্যাচের ৮৬তম মিনিটে লিওনেল মেসির গোলেই জয় নিয়ে ক্যাম্প ন্যুতে ফেরে কাতালান ক্লাবটি।

এ দিন ঘরের মাঠে অ্যাথলেটিকো মোটেও ছাড় দিয়ে কথা বলেনি। ম্যাচের প্রথম থেকে শেষ পুরো সময়ই নিয়মিত আক্রমণ চালিয়ে যায় তারা। অবশ্য বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল অতিথিরা। যেখানে ৬৬ শতাংশ বল ছিল মেসি-সুয়ারেজদের পায়ে। শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল বার্সা। আর এই হারে টেবিলের ছয়ে থাকা অ্যাথলেটিকোর অর্জন ২৫ পয়েন্ট। আর ৩১ পয়েন্ট নিয়ে আবারও একে উঠে গেল বার্সা। সমান পয়েন্ট থাকার পরও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ।

মেসির মতো কাউকে ছাত্র হিসেবে পেয়ে বেজায় খুশি কোচ এর্নেস্তো ভালভার্দেও, ‘কঠিন ম্যাচে লিওকে দলে পাওয়া সব সময়ই বাড়তি সুবিধা। আমার ম্যাচের সবকিছুই ভালো লাগে। শুরুতে একটু কষ্ট হয়েছে এবং তিন পয়েন্ট পেয়েছি। খারাপ বিষয়গুলো নিয়ে আমাদের এখনই ভাবতে হবে না। এ মাঠে কষ্ট করতেই হবে। কিন্তু আমরা জিতেছি এবং গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট পেয়েছি।এটাই বেশি গুরুত্বপূর্ণ।’

Comments are closed, but trackbacks and pingbacks are open.