মানহানি মামলায় খালেদার জামিন বাড়লো আরও এক বছর

মানহানির দুই মামলায় কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ আরো এক বছর করে বাড়িয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৫ নভেম্বর) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, সালমা সুলতানা সোমা, ব্যারিস্টার ফাইয়াজ জিবরান, গোলাম আক্তার জাকির ও রোকন উজ্জামান।

এর আগে গত ১৮ জুন একই বেঞ্চ দুই মামলায় ছয় মাসের জামিন দেন।

প্রসঙ্গত, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ২০১৪ সালে এবং বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ২০১৬ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মামলা হয়। ওই দুই মামলায় হাইকোর্টে জামিন আবেদন করা হলে আদালত প্রথমে ছয় মাসের জামিন দেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.