অসুস্থ হয়ে ফের হাসপাতালে এটিএম শামসুজ্জামান

অনলাইন ডেস্ক:

গুরুতর অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান। সোমবার ( ২৫ নভেম্বর) তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তার মেয়ে কলি আহমেদ।

কলি আহমেদ জানান, সোমবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে এখন।

এরআগেও বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গুনী এই অভিনেতা।

এটিএম শামসুজ্জামানের চলচ্চিত্র জীবনের শুরু ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে। প্রথম কাহিনি ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন ‘জলছবি’ ছবিতে। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন। প্রথমদিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন তিনি।

অভিনেতা হিসেবে চলচ্চিত্র পর্দায় আগমন ১৯৬৫ সালের দিকে। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য আজও তিনি দর্শকের কাছে নন্দিত।

Comments are closed, but trackbacks and pingbacks are open.