নেত্রকোণায় কষ্টিপাথরসহ যুবক আটক

অনলাইন ডেস্ক:

ভারতীয় সীমান্তবর্তী এলাকা নেত্রকোণার কলমাকান্দায় কষ্টিপাথরসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার নাজিরপুর এলাকা থেকে যুবককে আটকের পাশাপাশি কষ্টিপাথরটি জব্দ করা হয়। আটক যুবকের নাম আলমগীর (১৯)। তিনি  উপজেলার ছয় টাক্কার ব্রিজ এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম জানান, গোপন সূত্রে খবর পেয়ে কষ্টিপাথরটি উদ্ধারে পুলিশ ক্রেতা সেজে ফাঁদ পাতে। পরিকল্পনামতে নাজিরপুর বাজারের পাশে বাবুল মিয়ার বাড়ির ভাড়িাটিয়া নয়েল সরকারের ঘরে পুলিশি অভিযান চালায়। এসময় ঘরেই পাথরটি পাওয়া যাওয়ায় জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে আলমগীরকে আটক করা হয়। অভিযানের সময় চক্রটির অন্যতম সদস্য নয়েল সরকার পালিয়ে গেছে।

নির্বান সরকারের ছেলে নয়েল সরকারের (৩৮) বাড়ি খুলনার দাকোপ উপজেলার বাজুয়া গ্রামে। বৈবাহিক সূত্রে নয়েল কলমাকান্দায় বসবাস করে আসছেন।

ওসি আরও জানান, প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের ডিম্বাকৃতির কষ্টিপাথরটির ওজন ছয় কেজি ৭০০ গ্রাম।

আলমগীরকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দেয়া তথ্যমতে এই চক্রের সাথে আরও অন্তত চারজন রয়েছে। তাদেরকে ধরতে পুলিশ অভিযানে নেমেছে। পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে নয়েল সরকার ও মো. আলমগীরসহ অজ্ঞাত তিন/চার জনের নামে থানায় মামলা করা হয়েছে। এই  মামলায় আলমগীরকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকালে আদালতে হবে বলে জানান ওসি।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.