গরু বাঁচাতে গিয়ে প্রাণ গেল ১২ যাত্রীর

অনলাইন ডেস্ক:

ভারতের রাজস্থানের নাগাওয়ার জেলায় একটি গরু বাঁচাতে গিয়ে একটি মিনিবাস উল্টে ১২ জন নিহত ও আরও ১০ যাত্রী আহত হয়েছেন।

শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিউজ টোয়েন্টিফোরের খবরে জানা গেছে।

হতাহতরা হরিয়ানার হিসার থেকে মহারাষ্ট্রের লাটুরে যাচ্ছিলেন।

খবরে জানা গেছে, একটি ষাঁড় হঠাৎ করে ব্যস্ত মহাসড়কের মাঝে চলে আসে। গাড়ির চালক তখন আচমকা ব্রেক করতে বাধ্য হন। কিন্তু তিনি গাড়ির নিয়ন্ত্রণ রাখতে না পারায় সেটি উল্টে গেছে।

নিহতদের মধ্যে ছয়জন নারী রয়েছেন। আহতদের মধ্যে চারজনকে জয়পুরের এসএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নাগাওয়ারের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

নিহতদের মধ্যে ১০ জনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন, ভগবান, সুমিত্রা, পাল্লিরাম, ময়ুরি, রামপ্রসাদ, গোভিন্দ, শিবপ্রসাদ, সিদ্ধি, সালু ভাই ও সুপ্রিয়া।

Comments are closed, but trackbacks and pingbacks are open.