মালিতে সন্ত্রাসী হামলায় ২৪ সেনা নিহত

অনলাইন ডেস্ক:

মালিতে এক সন্ত্রাসী হামলায় ২৪ সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ২৯ জন। এখবর নিশ্চিত করেছে মালির সেনাবাহিনী। সোমবার মালি ও নাইজার সীমান্তে দু’দেশের সেনাবাহিনীর যৌথ অভিযানের সময় ওই হামলার ঘটনা ঘটে।

মালির সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, নাইজারের তিলোয়া এলাকায় ১৭ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া সন্দেহভাজন আরও ১০০ জনকে আটক করা হয়েছে।

সোমবারের হামলার ব্যাপারে পরিষ্কার কিছু জানা যায়নি। এছাড়া ওই সন্ত্রাসীরা কোন সংগঠনের তাও চিহ্নিত করা সম্ভব হয়নি।

সেনাবাহিনীর টুইটার অ্যাকাউন্ট থেকে বেশ কিছু পুড়ে যাওয়া মোটরসাইকেলের ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, হামলার ঘটনায় ৭০টি মোটরসাইকেল ধ্বংস হয়ে গেছে।

সম্প্রতি অপর একটি হামলার ঘটনায় ৫৪ সেনা নিহত হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.