ইলেকট্রিক কাজের সময় সার্কিট ব্রাষ্ট হয় এবং দুর্ঘটনার শিকার/জীবন বাচাতে এগিয়ে আসুন

টাঙ্গাইল প্রতিনিধি

একজন রোভাররে জীবন বাচাতে এগিয়ে আসুন।।
ছেলেটির নাম মো: আকাশ মিয়া।টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ফতেপুর দক্ষিণ পাড়া গ্রামে বাড়ি।খুব প্রানবন্ত একটা ছেলে।ফতেপুর ময়নাল হক উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালে এস এস সি পাশ করেছে।এরপর মাওলানা মোহাম্মদ আলী কলেজ(কাগমারী),ট
টাংগাইল থেকে এইবার এইচ এস সি পাশ করেছে।সবার মতো অনার্স এর ফ্রম তুলেছে ছেলেটি।সেই সাথে ইলেক্ট্রিক কাজ করছে।গত ২৭-০৯-১৯ শুক্রবার গাজিপুরে একটি প্রতিষ্ঠানে ইলেকট্রিক কাজের সময় সার্কিট ব্রাষ্ট হয় এবং দুর্ঘটনার শিকার হয় আমাদের সবার প্রিয় আকাশ।মুখ থেকে পেট পর্যন্ত পুড়ে গেছে।তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।সেখানে তার চিকিৎসা চলছে।ডাক্তার বলেছে তার চিকিৎসায় আনুমানিক ১৫-১৬ লক্ষ টাকার প্রয়োজন। তার পরিবারের পক্ষে এই বিপুল পরিমান অর্থের যোগান দেওয়া সম্ভব নয়।তাই আপনাদের সকলে আকাশের সুস্থতার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আশা করছি।আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন। আপনাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্যে আকাশ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরতে পারবে।২০ টাকা, ৫০ টাকা বা ১০০ টাকা ৫০০ টাকা ১০০০ টাকা।।যার যার সামর্থ্য অনুযায়ী যেভাবে পারেন সাহায্য করুন।
আকাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের ৪র্থ তলায় ১৮ নাম্বার রুমে ভর্তি আছে।
আকাশকে সাহায্য পাঠাতে পারবেন যেভাবে
01764-609911 (বিকাশ)
যেকোনো প্রয়োজনে কথা বলুন : 01793033313 (আকাশের বাবা।)
পোষ্টি শেয়ার করুন যাতে আমারা সবাই সাহায্য করতে পারি।আকাশ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবে।।

Comments are closed, but trackbacks and pingbacks are open.