আমি ভাল আছি, কেউ চিন্তা করো না: নুসরাত

অনলাইন ডেস্ক:

টালিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান শ্বাসকষ্টের অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে সেই হাসপাতাল থেকেই ফোনে কথা বললেন নুসরাত। বললেন, আমি ভাল আছি, কেউ চিন্তা করো না।

এর আগে রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টা নাগাদ আচমকাই প্রচণ্ড শ্বাসকষ্ট হয় নুসরাতের। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে আইসিইউতে তাকে ভর্তি করা হয়। ডা. সন্দীপ মণ্ডলের আওতায় তার চিকিৎসা চলে।

জানা গেছে, শ্বাসকষ্টের জন্য তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তিনি দীর্ঘদিন ধরেই অ্যাজমার রোগী।

এ বিষয়ে নুসরাতের স্বামী নিখিল জানান, ক্রনিক হাঁপানি রয়েছে নুসরাতের। বাড়াবাড়ি হওয়াতেই রোববার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আগের থেকে নুসরাতের অবস্থা এখন অনেক ভাল।

অন্যদিকে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যা নয় বরং মাত্রারিক্ত ঘুমের ওষুধ খাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন নুসরাত জাহান। একটি সূত্র বলেন, শ্বাসকষ্ট নয় অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূল সাংসদ। এজন্য ওই বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে ফুলবাগান থানায় ড্রাগ ওভারডোজের অভিযোগ দায়ের করা হয়েছে।

যদিও নুসরাতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ছোটবেলা থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে নুসরাতের। আবহাওয়া পরিবর্তনের সময় শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছে সে। নুসরাত জাহানের স্বামী নিখিল জৈন বলেন, সব ঠিক আছে। চিন্তার কিছু নেই। হাঁপানির সমস্যা বাড়ায় মারাত্মক শ্বাসকষ্ট শুরু হয়। নুসরাত এখন ভালো আছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.