শাহাদাত আজীবনও নিষিদ্ধ হতে পারেন

অনলাইন ডেস্ক:

জাতীয় লিগে নিজ দলের ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় শাহাদাত হোসেন রাজিব এক বছর থেকে আজীবন নিষিদ্ধ হতে পারেন। এমনটিই বলছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

সোমবার সংবাদ মাধ্যমকে বিসিবির টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদীন বলেন, ম্যাচ রেফারি উল্লেখ করেছেন যে, লেভেল ৪ ভেঙেছে শাহাদাত। এই ধারা ভাঙলে এক বছর থেকে আজীবন নিষিদ্ধ হতে পারে। আগামীকাল মঙ্গলবার আমাদের টেকনিক্যাল কমিটির সভা হবে। সেই সভায় শাহাদাতের ব্যাপারে সিদ্ধান্ত হবে।

এ দিকে শাহাদাত এ ঘটনার জন্য অনুতপ্ত। ক্ষমাও চেয়েছেন তিনি। সোমবার যুগান্তরের সঙ্গে আলাপে ৩৩ বছর বয়সী এই পেসার বলেন, আমি অনেক বড় ভুল করেছি। ওই কর্মকাণ্ডের জন্য আমি লজ্জিত, দুঃখিত। আমি অনুতপ্ত। এখন বুঝতে পারছি কাজটি ভালো হয়নি। আমি বিসিবিতে গিয়ে নিজের ভুল স্বীকার করব। কৃতকর্মের জন্য বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে অনুতাপ ও দুঃখ প্রকাশ করব।

প্রসঙ্গত, শাহাদাত হোসেন রাজিব জাতীয় দলের হয়ে ৩৮ টেস্ট, ৫১ ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১২৫ উইকেট শিকার করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.