জনগনও কমিউনিটি ব্যাংকের সুবিধা পাবে: আইজিপি

অনলাইন ডেস্ক:

কমিউনিটি ব্যাংক পুলিশ কল্যান ট্রাস্টের উদ্যোগে গঠিত হলেও জনগনও ব্যাংকটির সুবিধা ভোগ করতে পারবে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

রবিবার সকালে গাজীপুরের শ্রীপুরে ব্যাংকটির মাওনা শাখার উদ্বোধন করতে এসে পুলিশ প্রধান বলেন, ‘বাংলাদেশ পুলিশ কল্যান ট্রাস্টের উদ্যোগে কমিউনিটি ব্যাংক গঠিত হলেও পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারণ জনগন এর সুবিধা ভোগ করতে পারবেন। কমিউনিটি ব্যাংক অর্থনীতিতেও গুরুত্বপূূর্ণ ভূমিকা রাখবে।’

আইজিপি বলেন, ‘শুদ্ধি অভিযান নিয়ে প্রধানমন্ত্রী, সড়কমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, এ বিষয়ে সবাই সুস্পষ্ট তথ্য পেয়েছেন। সারাদেশে এ শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে।’

এসময় তিনি জেলা পুলিশ সুপার ও মহানগর পুলিশ কমিশনারকে মাদক ও জঙ্গিবাদ বিরোধী অভিযান জোরদার করতে নির্দেশ দেন।

ব্যাংকটির সিইও মসিউল হক চৌধুরী বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলে আধুনিক ব্যাংক সেবা চালু করে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষ নিরাপদে তাদের আর্থিক লেনদেন করতে পারবে। কারণ নিরাপদ লেনদেন ও ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ায় কমিউনিটি ব্যাংকের উদ্দেশ্য।’

গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. মো. মইনুর রহমান চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ব্যাংকের সিইও মসিউল হক চৌধুরী, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বক্তব্য রাখেন।

এর আগে ফিতা ও কেক কেটে ব্যাংকের শাখা অফিস উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.