গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিনহা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লংগাইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সিনহা আক্তার লংগাইর গ্রামের সোহেল মিয়ার মেয়ে। সে লংগাইর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলো।

স্থানীয়রা জানায়, আজ শনিবার সন্ধ্যার পর শিশুটির মা সুফিয়া খাতুন ঘরে বিদ্যুতের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন। এ সময় সিনহা তার মাকে বাঁচাতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, খুবই দুঃখজনক ঘটনা। মাকে বাঁচাতে গিয়ে শিশুটির মৃত্যু হলো।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.