শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

 

অনলাইন ডেস্ক:

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। দেশটির পূর্বাঞ্চলীয় মলুক্কা প্রদেশের উত্তরের উপকূলে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।

বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। ভূমিকম্পের তীব্রতা বেশি থাকায় সুনামির সম্ভাবনা তৈরি হলেও পরে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, এই ভূমিকম্প থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।

মলুক্কা সাগরের ৪৫ গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বলে জানিয়েছেন মার্কিন ভূতত্ত্ববিদরা। ইউএস জিওলজিক্যাল সার্ভে প্রথমে এই কম্পনের মাত্রা ৭.৪ বলে চিহ্নিত করেছিল। পরে মাত্রা ৭.১ বলে জানানো হয়।

ভূমিকম্প শুরুর পর ঘুমিয়ে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা বাড়ি-ঘর থেকে রাস্তায় বেরিয়ে অপেক্ষাকৃত উঁচু জায়গায় অবস্থান নেয়। ভূমিকম্পে বেশ কিছু ভবন ফেঁটে যাওয়ার খবর পাওয়া গেলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে বেশ কিছুক্ষণ স্থায়ী হয় বড় ওই কম্পন। পরেও কম্পন অনুভূত হয়েছে, তবে তার তীব্রতা অনেক কম ছিল বলে জানিয়েছেন তারা। অনেক বাসিন্দা টুইটারেও ভূমিকম্পে তাদের আতঙ্কের কথা লিখেছেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.