উদ্যোক্তার অভাবে হচ্ছে না হুমায়ূন ক্যানসার হাসপাতাল : শাওন

অনলাইন ডেস্ক:

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেছেন, অর্থাভাবে নয় উদ্যোক্তার অভাবে হুমায়ূন আহমেদ ক্যানসার হাসপাতাল বাস্তবায়ন হচ্ছে না। হাসপাতাল হুমায়ূন আহমেদের পরিবারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

গাজীপুরের নুহাশ পল্লীতে বুধবার (১৩ নভেম্বর) হুমায়ূন আহমেদের ৭১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শাওন বলেন, ক্যানসার হাসপাতাল অনেক বিশাল ব্যাপার। এর দায়িত্বটাও বিশাল। আমার একার পক্ষে পুরো দায়িত্ব নেওয়া সম্ভব না। হুমায়ূন আহমদের পরিবারের পক্ষ থেকে সম্মিলিত উদ্যোগ ছাড়া এটা বাস্তবায়ন সম্ভব না।

তিনি আরও বলেন, নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদ জাদুঘর নির্মাণ করা হবে। যাদুঘরের স্থান নির্বাচন ও ডিজাইনও করা হয়েছে।

এদিকে, সকালে মেহের আফরোজ শাওন তার দুই ছেলে নিশাদ-নিনিতসহ আত্মীয়-স্বজন ও ভক্তদের নিয়ে নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিনের কেক কাটেন। তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.