টাঙ্গাইলের শিক্ষার্থীদের নিয়ে এডুকেশনাল এন্ড মোটিভেশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত

 

মেহেদী হাসান চৌধুরী, টাঙ্গাইল

 

আমরা এগিয়ে যাবো স্বপ্নের হাত ধরে স্লোগানে টাঙ্গাইলে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমধর্মী এডুকেশনাল এন্ড মোটিভেশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

 

সেমিনারে বক্তব্য রাখেন, সরকারি কুমুদিনী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. মুহাম্মদ আজাদ খান, মোটিভেশনাল স্পীকার ও লেখক আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইষ্কান্দার মির্জা এবং বল্লা করোনেশন হাইস্কুল এন্ড কলেজের বাংলা প্রভাষক তারেকুল ইসলাম। বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শওকত আলী।

 

শিক্ষার্থীরা এধরনের উদ্ভুদ্ধকরণ সেমিনারে অংশগ্রহণ করে আনন্দ প্রকাশ করেছে। শিক্ষার্থীরা বলে এডুকেশনাল এন্ড মোটিভেশনাল প্রোগ্রাম থেকে অনেক কিছু শিখেছি। ভবিষতে অন্য শিক্ষা প্রতিষ্ঠানেও এই প্রোগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.