অবৈধ উপায়ে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে/ডিপিডিসির নির্বাহী পরিচালকের সম্পদ ক্রোক

নিজস্ব প্রতিবেদক
অবৈধ উপায়ে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. রমিজ উদ্দিন সরকারের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রবিবার দুদকের একটি দল টিম তার সম্পদ ক্রোক করে বলে নিশ্চিত করেন  দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।

রাজধানী, গাজীপুর ও কুমিল্লায় রমিজ উদ্দিন সরকার ও তার স্ত্রী সালমা পারভীনের অবৈধভাবে অর্জিত কোটি কোটি টাকার সম্পদ রয়েছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে গত ৭ মার্চ রমিজ উদ্দিন সরকারকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

এর আগে দুদকের অনুসন্ধানে তার নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ পায় দুদক। এর মধ্যে রাজধানীতে পাঁচটি বাড়ি, গাজীপুরে ৩০ একর জমি এবং তার জন্মস্থান কুমিল্লায় কয়েক শ একর জমি রয়েছে।

আর রমিজ উদ্দিনের স্ত্রীর নামে কুমিল্লায় জমিজমা ছাড়াও পুঁজিবাজারে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের তথ্য পায় দুদক।

দুদক জানায়, রমিজ উদ্দিনের বিরুদ্ধে হন্ডির মাধ্যমে টাকা পাচারের অভিযোগও পাওয়া গেছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.