নওয়াজ শরিফ জামিন পেলে খালেদা জিয়া কোনো নয়: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ অসুস্থতার কারণে জামিন পেলেন। কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভিষণ অসুস্থ হয়ে পড়লেও তাকে জামিনে দেওয়া হচ্ছে না। কারণ সরকার চাইছে ধীরে ধীরে তার মৃত্যু হোক।

শনিবার (২৬ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, বেগম জিয়ার যে অসুখ তার যথাযথ চিকিৎসা না হলে এটা আরও খারাপের দিকে যাবে। ওখান থেকে আর ফিরে আসা যায় না। এই কথাটা আমরা বহুবার বলেছি। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেও বলেছি। যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা প্রত্যেকটি বিষয়ে বলেছি।

তিনি বলেন, খালেদা জিয়া নিজ হাতে খেতে পারছেন না, টয়লেটে যেতে পারছেন না। শুক্রবার উনার পরিবারের সদস্যরা সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তারাও চিকিৎসার ব্যাপারটা তুলে ধরেছেন। যথাযথ চিকিৎসা পাওয়া উনার অধিকার। এটা না পাওয়ার কোনো কারণ নাই। তিনি জামিন পেলে পছন্দ মতো যেখানে ইচ্ছা চিকিৎসা করাবেন।

এসময় খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারই বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

Comments are closed, but trackbacks and pingbacks are open.