দুর্গাপুরে দুর্নীতি রোধে উঠান বৈঠক

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

জেলার দুর্গাপুরে বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে অনিয়ম-দুর্নীতি, টাকা উত্তোলন ও গ্রাহক হয়রানি প্রতিরোধে পল্লী বিদ্যুতের ‘উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে। বুঢ়বার সকালে উপজেলার মাসকান্দা গ্রামে এ বৈঠক অনুষ্টিত হয়।

দুর্গাপুর পবিস এর ডিজিএম আবুল কালাম এর সভাপতিত্বে গ্রাহকদের সচেতন করতে মাসকান্দা গ্রামের বিদ্যুৎ গ্রাহকদের সংযোগ দেয়ার নামে দালালচক্র প্রতিহত করতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম। অন্যদের মধ্যে আলোচনা করেন, বিদ্যুৎ গ্রাহক ফজলুল হক, ইলিয়াস উদ্দিন, মজিবুর রহমান, হাফেজ আব্দুল কাদির প্রমুখ।

বক্তারা বলেন, গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক কার্যক্রম এলাকায় একটি ভিন্নযাত্রার রুপ দিয়েছে। গ্রাহকদের সেবা ও ভোগান্তি লাঘবে “উঠান বৈঠক” লিফলেট বিতরন, মাইকিং করণ সহ দুর্নীতি মুক্ত জোনাল অফিস গঠন করাই হচ্ছে পবিস এর মুল লক্ষ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.