কুড়িগ্রামে নির্মিত কোটি টাকার রেল ভবনের সেই ঠিকাদার যুবলীগ নেতা রমজান আলী

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি:

ঘষা দিলেই উঠে যায় নতুন ভবনের ঢালাই। নয় মাস না যেতেই ভবনের ছাদ চুইয়ে পড়ছে পানি। বৃষ্টি বেশি হলে ভবনের ভিআইপি রুমটি পানিতে ভেসে যায়।

একই সঙ্গে ভবনের দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। কোনো কিছুর ঘষা লাগলেই ছাদের প্যাটার্ন স্টোন (ওয়ারিং কোর্স) ভেঙে বেরিয়ে আসছে বালু আর ছোট ছোট পাথর।

কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত কুড়িগ্রাম রেলস্টেশনের দোতলা ভবনের বর্তমান অবস্থা এটি। রেলস্টেশন ভবন নির্মাণে ভয়াবহ দুর্নীতির কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ ভবনের ঠিকাদার ছিলেন রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী। চলতি বছরের জানুয়ারি মাসে কাজ শেষে রেলস্টেশন ভবনটি হস্তান্তর করেন তিনি। এরই মধ্যে ভবনের অবস্থা জরাজীর্ণ হয়ে পড়েছে।

খবর পেয়ে গত সোমবার বিকেলে কুড়িগ্রাম রেলস্টেশনের নতুন ভবনটি পরিদর্শন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় ভবনটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন তারা। তবে স্টেশনমাস্টার উপস্থিত না থাকায় নতুন ভবনের ভিআইপি রুমে প্রবেশ করতে পারেননি তারা। নতুন ভবনের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন জেলা প্রশাসক।

Comments are closed, but trackbacks and pingbacks are open.