ঘোড়া দিয়ে উপার্জন বিস্তারিত জানার চেষ্টা করব, তাছাড়া ঘোড়া দিয়ে কিভাবে আয় উপার্জন করা যায়

এস.এম. আব্দুর রাজ্জাক

সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দেখতেই পাচ্ছেন কিছু ঘোড়া আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। বন্ধুরা আমরা আজকে ঘোড়া দিয়ে উপার্জন বিস্তারিত জানার চেষ্টা করব, তাছাড়া ঘোড়া দিয়ে কিভাবে আয় উপার্জন করা যায় সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমরা এখন যে জায়গায় আছি সেই জায়গার ঠিকানা হলো বগুরা জেলার সারিয়াকান্দি থানার কাজলা ইউনিয়নের উত্তর টেংরাকুড়া । এই ঘোড়া গুলো দিয়ে চর এলাকার মানুষের বিভিন্ন উৎপাদন কৃত ফসল আদি চাষাবাদ করে বাহনের জন্য এক মাত্র বাহন হচ্ছে এই ঘোড়ার গাড়ী।শুধু তাই নয় এসক এলাকায় রাস্থার ঘাট ভাল না থাকায় অন্য বাহন গুলো চলা চল না করার কারুনে এলাকায় নানা অনুষ্ঠান ওনারা বিবাহ জন্মদিন সুন্নতে খাতনা ও যে কোন অনুষ্ঠানে ঘোড়ার গাড়ি ভাড়া দিয়ে থাকে।

এলাকার সাধারন মানুষের সাথে কথা বলে জানাযায়, ঘোড়ার গাড়ী আমাদের এলাকার জিনিস পত্র সহর দিকে নিতে চাইলে এক মাত্র বাহন আমাদের ঘোড়ার গাড়ী। আপনাদের সফলতা এবং ব্যর্থতা তুলে ধরতে যোগাযোগ করতে পারেন ইউটিউব চ্যানেল shadinbanglanewstv. প্রিয় দর্শক আমাদের ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই like, share, comment করুন আর আমাদের subscribe করে সাথে থাকুন,”অসংখ্য ধন্যবাদ।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.