অবশেষে টাঙ্গাইলের ধনবাড়ীতে সাব-রেজিস্ট্রি অফিসের ভবনের চিটি আসলো ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের নিকট । 

আমাদের ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি গোলাম মোস্তফা জানান
নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি টাঙ্গাইল জেলার ধনবাড়ী সাব-রেজিস্ট্রি অফিসের ভবন নির্মাণের জন্য ধনবাড়ী উপজেলা কিশামত ধনবাড়ী মৌজা 33 শতাংশ জমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় ও জনস্বার্থমূলক উদ্দেশ্য প্রয়োজনীয় স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন 2017 2017 সনের 21 নম্বর আইন এর চার ধারার অধীনে এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নোটিশ জারী করা হইল । যে বর্ণিত সম্পত্তি সরকারকর্তৃক অধিগ্রহণের জন্য প্রস্তাব করা হয়েছে উক্ত সম্পত্তিতে স্বার্থবাজ যেকোনো ব্যক্তি এই নোটিশ জারির পরবর্তী 15 দিনের মধ্যে প্রস্তাবিত সম্পত্তি অধিগ্রহণ বিরুদ্ধে নিম্নস্বাক্ষরকারী নিকট দায়ের করিতে পারিবেন । আগামী 1্10 ্2019 খ্রিস্টাব্দের তপশিল বর্ণিত সম্পত্তি যৌথ তদন্ত হইবে উক্ত সম্পত্তির মালিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইল। মৌজার নাম কিশামত ধনবাড়ী খতিয়ান নাম্বার 499 দাগ নাম্বার 1734 অধিগ্রহণকৃত সম্পত্তি 33% অধিগ্রহণ অফিসার টাঙ্গাইল অতিরিক্ত ভূমি অধিগ্রহণ অফিসার টাঙ্গাইল শাখা জেলা প্রশাসক টাঙ্গাইল জেলা প্রশাসক টাঙ্গাইল উক্ত সম্পত্তির বিরুদ্ধে অভিযোগ থাকে তবে এক তারিখে উক্ত সম্পত্তির স্থলে উপযুক্ত প্রমাণ করিতে পারিবেন বলে প্রশাসনের মাধ্যমে জানা যায়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.