- কিশোরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৬৯ শতাংশ জমি উদ্ধার - November 7, 2024
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কিশোরগঞ্জে বিএনপি’র বর্ণাঢ্য র্যালি - November 7, 2024
- ৭নভেম্বার ঐতিহাসিক মহাবিপ্লবের নাম - November 7, 2024
সেলিম রেজা, স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ঃ
বগুড়ার শেরপুরে গত ২৩শে সেপ্টেম্বর (সোমবার) উপজেলা রাজস্ব মিটিংএ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরাফাত হোসেনকে উপজেলা অফিসার্চ ক্লাব ও ভূমি কর্মকর্তাদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সহকারী সচিব থেকে পদন্নোতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হওয়ায় তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার রুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
চাঁদা দিলে মসজিদ নির্মাণ কাজ বন্ধের হুমকি দিলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার নামধারী ছাত্রলীগ
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী শেখ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমির হামজা, সমাজসেবা কর্মকর্তা ওবাইদুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল হক প্রমুখ। উল্লেখ্য প্রশাসন ক্যাডারের ৩৩তম ব্যাচের ২০৭ জন কর্মকর্তা সহকারী সচিব থেকে পদন্নোতি পেয়ে সিনিয়র সহকারী সচিবের পদ মর্যাদা দেওয়া হয়েছে। সেই প্রজ্ঞাপনে বগুড়া শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরাফাত হোসেন সহকারী সচিব থেকে পদন্নোতি পেয়ে সিনিয়র সহকারী সচিব এর পদ মর্যাদা পেয়েছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.