- গোসল করতে গিয়ে নদীতে ডুবে এক বৃদ্ধ’র মৃত্যু - November 14, 2024
- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
জেলার দুর্গাপুরে ঐতিহ্যবাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষকের বদলি স্থগিতের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকগন। রোববার সকালে উপজেলা চত্তরে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপজেলা চত্ত্বর ঘিরে প্রিয় শিক্ষকের বদলী স্থগিত চেয়ে নানা শ্লোগানে মুখরিত করে। শিক্ষার্থী অভিভাবক আবু সাদেক ক্ষোভ প্রকাশ করে বলেন, ওই স্কুলে শিক্ষকের ১৭টি পদ থাকলেও ৫টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। হঠাৎ আরোও ২জন শিক্ষককে বদলি করা হয়েছে শুনে আমরা মর্মাহত হয়েছি। সামনে আমাদের সন্তানদের পরীক্ষা। শিক্ষক না দিয়ে ২জন শিক্ষক বদলি করলে আমরা তা মেনে নেবো না। ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী সুরভী জামান বলেন, আমরা আমাদের ইমরান স্যার ও রিপন স্যারের বদলি স্থগিত চাই। এরকম সিদ্ধান্ত আমরা মানি না। মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অভিভাবক উষা রানী দে, মোজাম্মেল হক, সাদেকুর রহমান তালুকদার, বিপ্লব চন্দ্র সাহা প্রমুখ। এ দ্রুত প্রতিকারের জন্য মাননীয় উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.