বীরমুক্তিযোদ্ধা সুবেদার হাতেম আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো

হাবিল উদ্দিন,বাঘা,রাজশাহীঃ

রাজশাহীর বাঘার সাংবাদিক মানবাধিকার কমিশন(সমাক)এর বাঘা উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবেদার হাতেম আলী ১৪\০৯\২০১৯ ইং শনিবার বিকাল ৫টা ১৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় ইন্তেকাল করিয়াছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন)।

   মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৮০) বছর।তিনি তার স্ত্রী,চার ছেলে,তিন কন্যা, নাতী নাতনীসহ আত্বীয় ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
   ১৫\০৯\২০১৯ ইং রবিবার সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় হাতেম আলীকে নামাযের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
   রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সময় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন রেজা,মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক,বীর মুক্তিযোদ্ধা রয়েজ আলী,সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী,সাবেক মেয়র আক্কাছ আলী,বিএনপির বাঘা উপজেলার সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,বিএনপির বাঘা উপজেলা সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম চাঁদ,বিএনপি নেতা রেজাউল হক ফিটু,বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশাফুদৌল্লা,বাঘা পৌরসভার কাউন্সিলর আলাউদ্দীন,সাবেক কাউন্সিলর  মতিউর রহমান,সাবেক কাউন্সিলর জুবান মালিথা,বিএনপি নেতা মুখলেছুর রহমান মুকুল,সুরুজ্জামান সুরুজ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,মুক্তিযোদ্ধা,ডাক্তার, সাংবাদিক,বিভিন্ন স্কুলের ছাত্র এবং সর্বস্তরের জনগন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.