বাজু বাঘা ইউনিয়নে বি এন পির একক প্রার্থী রন্জুর মনোনয়ন পত্র উত্তোলন

হাবিল উদ্দিন,বাঘা,রাজশাহী ঃ

রাজশাহীর বাঘা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের আসন্ন ১৪ই অক্টোবর নির্বাচনে প্রতিদ্বন্দীতার জন্য শনিবার (০৭\০৯\২০১৯ই)আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত হওয়ার পর এবার বি এন পির প্রার্থী চুড়ান্ত করতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দৌড়-ঝাপ শুরু হয়েছে।বাজুবাঘা,গড়গড়ি,পাকুড়িয়া ও মনিগ্রাম ইউনিয়নের মধ্যে ১ নং বাজুবাঘা ইউনিয়নের জন্য এ্যাডভোকেট ফিরোজ আহমেদ রন্জু একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।রবিবার(০৮\০৯\২০১৯ইং) দলীয় লোকজন নিয়ে নির্বাচন অফিস থেকে তিনি এই মনোনয়ন উত্তোলন করেন।

  নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের মেয়াদ পূর্তির আগে বাঘা উপজেলার সাত ইউনিয়নের মধ্যে চারটির কিছু অংশ নিয়ে বাঘা পৌরসভার সীমানা সম্প্রসারন করা হয়।এ নিয়ে বিভিন্ন সময় মামলার জটিলতায় থমকে যায় চারটি ইউপির নির্বাচন।এসব মামলা খারিজ হয় প্রায় ১৬ বছর পর।তবে সব কিছুর অবসান ঘটিয়ে আগামী ১৪ অক্টোবর চারটি ইউনিয়নে কাঙ্খিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
    এ দিকে নির্বাচনকে সামনে রেখে বাঘা উপজেলার তিনটি ইউনিয়নে বি এন পির একাধিক প্রার্থী থাকলেও বাজু বাঘা ইউনিয়নে এ্যাডভোকেট ফিরোজ আহমেদ রন্জুর কোন প্রতিদ্বন্দী নেই বলে দলীয় সুত্রে নিশ্চিত করেছে।এ কারনে দলীয় মনোনয়ন নিশ্চিত হবার আগে অন্যরা মনোনয়ন না উঠালেও বরিবার ০৮\০৯\২০১৯ ইং উপজেলার ও পৌরসভার দলীয় নেতা-কর্মীদের সাথে করে মনোনয়ন ফরম উত্তোলন করেন।
      বাঘা উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান,মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১২ সেপ্টেম্বর।১৫ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে।আর ২২ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.