বাঘায় কেয়ারটেকারকে কুপিয়ে জখম

বাঘা(রাজশাহী) প্রতিনিধি ঃরাজশাহীর বাঘায় সহোদর দুই ভাই কর্তৃক জননী ক্লিনিকের কেয়ারটেকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গিয়েছে।আহত কেয়ারটেকারকে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।কেয়ারটেকার বাঘা পৌরসভার উত্তর মিলিক বাঘা গ্রামের বাসিন্দা মকবুল সর্দারের ছেলে সবুজ।শনিবার (৩১\০৮\২০১৯) সবুজের ভাই মনিরুল বাদি হয়ে দুই ভাই রাজা ও বাদশাসহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরূদ্ধে বাঘা থানায় অভিযোগ করেছেন।তবে এ রিপোট লেখা পর্যন্ত মামলা রেকর্ড করা হয়নি বলে জানা গেছে।

      অভিযোগ সূত্রে জানা যায়,শুক্রবার (৩০-০৮-২০১৯) রাত সাড়ে ৮ টার সময় জননী ক্লিনিকে যাওয়ার উদ্দ্যেশে বাড়ী থেকে বের হয়ে আসে।পথিমধ্যে একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে রাজা ও বাদশা অতর্কিত হামলা হামলা চালায় হত্যার উদ্দ্যেশে।বাদশার হুকুমে রাজার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে মাথায় ও পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে।আহত সবুজের চিৎকারে সেখানে লোকজন গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।ঘটনার পর ভয়ভীতি প্রদর্শন করে পালিয়ে যায় তারা।তবে ঘটনার সাথে জড়িত ছিলেন না বলে দাবি করেছেন বাদশা।
   বাঘা থানা ডিউটি অফিসার এ এস আই মোশারফ হোসেন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন,বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য একজন সহকারী উপ- পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।এ এস আই শাহ আলম বলেন,তদন্ত করে সত্যতা পেয়েছি।ওসি স্যার ছুটি থেকে এলে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.