বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপনে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

মুহাম্মদ সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এর ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে ৩১ আগষ্ট বেলা ১১ টায় এই শুভ ক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় তিনি উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যম্পাস এর ভিত্তিপ্রস্থাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর এ এফ ইমাম আলী। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম, পুলিশ সুপার মো: জাকিরে হোসেন মজুমদার, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভিসি এ.এইচ.এম জাহেদুল করিম, বান্দরবান পৌর মেয়র ইসলাম বেবী, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান সদর উপজেলা সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, অনুষ্ঠান পরিচালনা করেন বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিচালনা পরিষদের অন্যতম নুরুল আবছার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ. পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, সহকারী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী মো: এরশাদ, ভাইস চেয়ারম্যান রাজু মং, মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা প্রæ মারমা, বান্দরবান প্রেস ক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক, পাহাড় বার্তা ডটকম এর সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, সুয়ালক সুয়ালক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উক্যনু র্মামা সহ বান্দরবান বিশ^বিদ্যালয়ের অন্যান্য প্রফেসর গন, বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, বান্দরবানের র্কমরত সাংবাদিকগণ প্রমুখ।
প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী তার বক্তব্যে বলেন, আওয়ামী সরকার শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে বান্দরবান বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়া তারই বহিরপ্রকাশ মাত্র। এক সময় বান্দরবানে কোন বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে তা কল্পনা করা যায়নি, কিন্তুু সেই কল্পনার বিশ্ববিদ্যালয়ে আজ বান্দরবানে শুভ যাত্রা হয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের পরিচিতি একদিন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের বোর্ডের অর্থায়নের বান্দরবান বিশ^ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর কাজের উদ্বোধন করা হয়, এই প্রকল্পের প্রাথমিক ব্যায় ধরা হয়েছে  কোটি টাকা।

Comments are closed, but trackbacks and pingbacks are open.