ইমামের কক্ষে তিন শিশুর মরদেহ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পূর্ব কলাদী গ্রামে একটি জামে মসজিদের ইমামের কক্ষ থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ইমামের ছেলেও রয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর মসজিদ সংলগ্ন ইমামের ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছরের শিশু আব্দুল্লাহ আল নোমানকে নিয়ে মসজিদ সংলগ্ন রুমে থাকতেন ইমাম মাওলানা জামাল উদ্দিন। তার বাড়ি বরগুনায়। শুক্রবার বেলা ১২টার দিকে ছেলে নোমানকে কক্ষে রেখেই মসজিদে জুমার নামাজ পড়াতে যান জামাল উদ্দিন। যাওয়ার সময় দুই কিশোর ইব্রাহিম (১২) ও রিফাত হোসেনকে (১৫) রুমে ঢুকতে দেখেন। ইব্রাহিম ও রিফাত পার্শ্ববর্তী মতলব দক্ষিণের ভাঙ্গারপাড় মাদ্রাসায় পড়ে।

নামাজ শেষে ইমাম তার কক্ষটি ভেতর থেকে আটকানো দেখতে পান। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় সেটি ভেঙে ইমামসহ উপস্থিত মুসল্লিরা দেখেন রুমের মধ্যে তিন শিশু-কিশোর অচেতন অবস্থায় পড়ে আছে। এদের দুজন মৃত। আর একজনকে মতলব হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার আইচ এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য্য করতে রাজি হননি। তবে তিনি তিন শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে।

চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্তের পর তিনজনের মৃত্যুর কারণ জানা যাবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.