কিশোরগঞ্জে পাকুন্দিয়া চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজের “স্বর্ণকন্যা” হয়েছেন সাদিয়া

0

আবু হানিফ,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

“সুস্থ নারী সুস্থ জাতি গঠনে সহায়ক” এই শ্লোগানকে সাথে নিয়ে অগ্রসর হচ্ছে “স্বর্ণ কন্যা”৷ সেচ্ছাসেবী সংঘটন ষোলোআনা ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত পাকুন্দিয়া উপজেলার  চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজে আয়োজিত “স্বর্ণ কর্ণা” প্রকল্পের বিতর্ক ও কুইজ  প্রতিযোগিতা আজ সকাল ১১ ঘটিকায় স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয় ৷

“স্বর্ণ কন্যা” হচ্ছে ষোলোআনা ফাউন্ডেশন এর একটি প্রকল্প৷ “স্বর্ণ কন্যা” প্রকল্পের মাধ্যমে বয়ঃসন্ধিক্ষণে কিশোরী ও যুবতীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা,  তাদেরকে সামাজিকভাবে উন্নয়ন ঘটানো, বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে৷ “সুস্থ নারী সুস্থ জাতি গঠনে সহায়ক” এই শ্লোগানকে সাথে নিয়ে অগ্রসর হচ্ছে “স্বর্ণ কন্যা”৷
“স্বর্ণ কন্যা” প্রকল্প স্কুল ও কলেজে বিতর্ক সভার আয়োজন করে৷ উক্ত বিতর্ক সভার সেরা বক্তাকে ঐ প্রতিষ্ঠানের “স্বর্ণ কন্যা” হিসেবে ঘোষণা করা হয়৷ পরবর্তী বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে প্রতি জেলার শ্রেষ্ঠ
“স্বর্ণ কন্যা” এবং দেশের শ্রেষ্ঠ “স্বর্ণ কন্যা” নিবন্ধন করা হবে৷“স্বর্ণ কন্যা” আলোচনা সভার মাধ্যমে বৃহত্তর গার্মেন্টস্ শিল্পের ও বস্তি এলাকার নারীদেরকে বিশেষভাবে উদ্বুদ্ধ করার জন্য পরিকল্পনা হাতে নিয়েছে ৷ এছাড়া অনলাইন অফলাইনে প্রচার প্রচারণার মাধ্যমে বয়ঃসন্ধিক্ষণ ও যুবতী নারীর স্বাস্থ্য সচেতনতার শিক্ষা লাভ করবে এবং স্বাস্থ্য সচেতন হবে ৷ স্বাস্থ্য সচেতন শিক্ষিত নারীরা নিজস্ব মূল্যবোধ ও নারীর ক্ষমতায়নের অধিকারি হয়৷
বিতর্কের বিষয় ছিলোঃ “সচেতনতার অভাবই বাল্য বিবাহের প্রধান কারণ”৷ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ষোলোআনা ফাউন্ডেশনের নির্বাহী সম্পাদক মুর্শিদা এনাম মীম ও কেন্দ্রীয় সদস্য ই. এ. মোহাম্মদ রাজন মিয়া৷
বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল নির্বাচিত হয়েছে বিপক্ষ দল, স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠ বিতার্কীক “স্বর্ণ কন্যা” নির্বাচিত হয়েছেন বিতর্কের পক্ষ দলের দল নেতা মাইমুনা সুলতানা সাদিয়া৷
বিতর্ক প্রতিযোগিতার মধ্য থেকে তিনটি প্রশ্নের উত্তর দিয়ে কুইজ বিজয়ী হয়েছেন, তাজরিনা জাহান তামান্না, রুবাইয়া তাজরিন মুন, আয়শা জান্নাত মীম৷
  স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এস.এম. সাইফুল আলম,উপজেলা শিক্ষা অফিসার, পাকুন্দিয়া, প্রধান আলোচক মোঃ ইলিয়াস উদ্দিন চুন্নু, সভাপতি চরটেকী গালর্স স্কুল এন্ড কলেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ শামসুন্নাহার  আপেল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ৷
 আরো উপস্থিত ছিলেন, আরিফুল ইসলাম প্রিন্স অর্থ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, এস.এম মিজানুর রহমান মামুন, সভাপতি কিশোরগঞ্জ জেলা শাখা,হিমেল আকন্দ,সাধারণ সম্পাদক
 এহসানুল হক অমি, সাংগঠনিক সম্পাদ, আবু হানিফ, সহ-সাংগঠনিক সম্পাদক, মুখলেছুর রহমান বিপ্লব, দপ্তর সম্পাদক, জিন্নাত আরা, শরিফুল ইসলাম,এনামুল হাসানসহ অন্য সদস্যবৃন্দ, স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীসহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷
অতিথির বক্তব্যে এস.এম. সাইফুল আলম বলেন, নারী শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার অনেক কাজ করে যাচ্ছে, নারীর ক্ষমতায়ন নারীরা এখন প্রতিটি ক্ষেত্রে অবদান রেখে চলেছে আগামিতেও এ ধারা অভ্যাহত থাকবে৷
অনুষ্ঠানে ষোলোআনা ফাউন্ডেশনের পক্ষ থেকে চরটেকী স্কুল এন্ড কলেজের  অধ্যক্ষ আমিনুল ইসলামের হাতে সন্মাননা স্বারক তুলে দেন  ফাউন্ডেশনের নির্বাহী সম্পাদক মুর্শিদা এনাম মীম৷
বিজয়ীদের হাতে ক্রেস ও সনদপত্র  পুরস্কার হিসেবে তুলে দেন অতিথিবৃন্দ৷
Leave A Reply