ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার এর ২০তম শাহাদত বার্ষিকী পালিত

0

সরিষাবাড়ি,জামালপুরঃ

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ক্ষণজন্মা মহা পুরুষ বিএনপি’র সাবেক মহা সচিব,সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার এর ২০তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সরিষাবাড়ি উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের পৃথক ব্যানারে দিন ব্যাপি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শাহাদত বার্ষিকী পালন করা হয়। দিনের কর্মসূচীর মধ্যে ছিল দলীয় ও কালো পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভা,কোর আন তেলওয়াত ও মরহুম ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারের কবরে পুষ্পস্তক অর্পণ ও কাঙ্গালী ভোজ।

সকাল আটটায় আরামনগর বাজার উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। পতাকা উত্তোলন শেষে সকাল নয়টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালি-আলোচনা সভা ও পুষ্পস্তব অর্পণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জামালপুর পৌর সভার সাবেক মেয়র এড. ওয়ারেজ আলী মামুন, সরিষাবাড়ি পৌর সভার সাবেক মেয়র ও উপজেলা যুবদল সভাপতি ফয়েজুল কবির তালুকদার শাহিন,জেলা বিএনপি’র সাবেক দপ্তর বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু,উপজেলা বিএনপি’র সহসভাপতি আব্দুল হাই তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনূর রশীদ ফকির,সাবেক কাউন্সিলর শামছুল হক,প্রফেসর আমিমুল এহসান শাহিন, প্রফেসর খায়রুল আলম শ্যামল,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আশরাফ ফকির,বিএনপি নেতা রুহুল আমিন সেলিম, পৌর যুব দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র‌্যালিটি ব্যবসায়ী প্রাণকেন্দ্র আরামনগর বাজার প্রদক্ষিণ শেষে মহিলা কলেজ রোড় হয়ে মরহুম ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারের কবর প্রাঙ্গনে পৌছে। পরে অতিথিবৃন্দ মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।পুষ্পস্তবক অর্পণের পর বিএনপি’র চেয়ার পার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্ধীদের মুক্তি এবং দেশ জাতি ও সকলের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত শেষে তিন সহাস্রাধিক মানুষের মাঝে ছিন্নী বিতরণ করা হয়।

Leave A Reply