কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস পালিত হয়েছে

0
আবু হানিফ,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি৷
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্প্রতিবার ১৫ আগস্ট কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে কিশোরগঞ্জ শহরে এক শোক র‍্যালির আয়োজন করা হয়।র‍্যালিটি শহরের পুরাতন স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের শহীদ সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়ামে এসে শেষ হয়।কলেজের অডিটোরিয়ামে জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী এর সভাপতিত্বে জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী জনাব রেজওয়ান আহাম্মদ তৌফিক, মাননীয় সংসদ সদস্য, কিশোরগঞ্জ-০৪।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন জনাব ডাঃ মোঃ হাবিবুর রহমান, জনাব প্রফেসর মোঃ ইমাম আলী, অধ্যক্ষ, গুরুদয়াল সরকারি কলেজ, জনাব মাহমুদ পারভেজ, মেয়র, কিশোরগঞ্জ পৌরসভা, জনাব মোঃ আসাদ উল্লাহ, সাবেক কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড,  অ্যাডভোকেট জনাব মোঃ জিল্লুর রহমান, চেয়ারম্যান, জেলা পরিষদ, জনাব অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, জেলা শাখা, জনাব অ্যাডভোকেট এম এ আফজল, সাধারণ সম্পাদক, জেলা শাখা৷তাঁরা বক্তব্যের মাধ্যমে জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ  প্রমূখ৷
Leave A Reply