দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

0

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

জেলার দুর্গাপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকারে আমাদের করনীয় কি, এ বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও উদীচী শিল্পী গোষ্ঠী দুর্গাপুর শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।

লিফলেট বিতরণের সময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। শনিবার বিকেলে বিভিন্ন মহল্লা, বাসাবাড়ি, শিক্ষার্থী ও দোকান গুলোতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রনেতা আল আমীন খান, গোলাম মোস্তফা হীরা, সাজাহান কবীর, মামুনুর রশীদ, স্বপন মিয়া, খাইরুল ইসলাম, দ্বীন ইসলাম, সাহান আলী, আলমগীর, আমিনুল ইসলাম প্রমুখ।

লিফলেট পুর্ব আলোচনায় ছাত্র ইউনিয়ন ও উদীচী শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দরা বলেন, ডেঙ্গু ও মশক নিধন সরকারের একার পক্ষে সম্ভব নয়। সকলকে ধৈর্য্য ও সাহসের সহিত এ দুর্যোগ মোকাবেলা করতে হবে। ডেঙ্গু রোগ ও মশক নিধনে ভয় না পেয়ে হাসপাতালে ডাক্তারের পরামর্শ নিতে অনুরোধ জানান, ডেঙ্গু মশার বংশ বিস্তার রোধে নিজেদের বাসা বাড়ীর আশপাশের ঝোপ-ঝাড় পরিস্কার রাখতে সকলকে আহবান জানান।

Leave A Reply