দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

0

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে টিডব্লিউএ, বাংলাদেশ আদিবাসী ফোরাম, আদিবাসী ষ্টুডেন্ট ইউনিয়ন, বাংলাদেশ হাজং ও গারো ছাত্রসংগঠন, ওয়াইএমসিএ, ওয়াইডব্লিউসিএ, দুঃস্থস্বাস্থ্যকেন্দ্র(ডিএসকে), কারিতাস, সারা, পারি এর সহযোগীতায় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপি আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজকদের অংশগ্রহনে শুক্রবার দুপুরে এক শোভাযাত্রা পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় নৃ-তাত্বিক আদিবাসী অডিটরিয়ামে টিডব্লিউএ‘র ভাইস চেয়ারম্যান মিঃ গিলবার্ট চিচাম এর সভাপতিত্বে কারিতাস এর প্রোগ্রাম অফিসার ছবি ¤্রং এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা মীর মাহাবুবুর রহমান, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পল্টন হাজং, ওয়াইডব্লিউসিএ‘র সাধারন সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রোগ্রাম অফিসার রুজি রংমা, সিমসাং ক্রেডিট ইউনিয়নের সভাপতি সুজিত দ্রং, বাহাছাস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতেন্দ্র হাজং, বাগাছাস এর উপজেলা কমিটির সভাপতি থ্রিউফিল রাংসা প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে আবহমানকাল হতে নানা জাতি ও কৃষ্টির লোক বসবাস করায় আমাদের ইতিহাস এতো সমৃদ্ধ। তাই আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি প্রদান করে, ভাষা, সংস্কৃতি ও ভুমি রক্ষা সহ তাঁদের জীবনমান উন্নত করতে সরকারের পাশাপাশি সকল প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানানো হয়। আলোচনা শেষে আদিবাসী শিল্পীগোষ্ঠী তাঁদের সংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Leave A Reply