ভুল চিকিৎসা  ॥ ভোগান্তি আর মৃত্যুতেই যেন ফায়সালা!

0
মতলব প্রতিনিধি:
ডাক্তার মহিবুল রহমান (শাহাদাত)  ভুল চিকিৎসা যেন রোগীদের পিছু ছাড়ছে না। মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন ওয়াডের ও গ্রামে সর্বত্রই ভুল চিকিৎসার শিকার হতে হচ্ছে। এই ভুল চিকিৎসায় ভোগান্তিরও শেষ নেই। কখনও কখনও সেটা জীবন সংহারের পর্যায়ে গিয়ে ঠেকে। ডাক্তারের অদক্ষতা আর উদাসীনতায় প্রচুর অর্থ ব্যয়ের পাশাপাশি অহরহই প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে। নারায়নপুর টাওয়ার হাসপাতাল এন্ড ডায়াবেটিস তমা স্টার  ২৯/০৬/২০১৯, ইং তারিখে ভুল এনেস্থিসিয়ার দেওয়ার প্রবাসীর মৃত্যু হয়, ভুল চিকিৎসা মৃত্যু দামা চাপা সাত লক্ষ টাকা দেওয়া হয়েছে প্রবাসীর পরিবার দেরকে, অপ্রীতিকর ঘটনারও জন্ম হচ্ছে ভুল চিকিৎসা আর অর্থে কাঁচা টাকার কাচে হারছে মেদা,মতলব উপজেলা সান্তো ক্লিনিক ডাক্তার মাহাবুব সাহেব ওনার বেক্তিগীত দুর্বলতার চিন্তা করে বেসরকারি হাসপাতাল এবং সকল রোগের চিকিৎসক ডাক্তার মহিবুল রহমান (শাহাদাত) তদন্ত রেখেছে বহাল তবিয়তে।
 ডাক্তার মহিবুল রহমান (শাহাদাত)  ভুল চিকিৎসা যেন রোগীদের পিছু ছাড়ছে না। মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন ওয়াডের ও গ্রামে সর্বত্রই ভুল চিকিৎসার শিকার হতে হচ্ছে। এই ভুল চিকিৎসায় ভোগান্তিরও শেষ নেই। কখনও কখনও সেটা জীবন সংহারের পর্যায়ে গিয়ে ঠেকে। ডাক্তারের অদক্ষতা আর উদাসীনতায় প্রচুর অর্থ ব্যয়ের পাশাপাশি অহরহই প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে। নারায়নপুর টাওয়ার হাসপাতাল এন্ড ডায়াবেটিস তমা স্টার  ২৯/০৬/২০১৯, ইং তারিখে ভুল এনেস্থিসিয়ার দেওয়ার প্রবাসীর মৃত্যু হয়, ভুল চিকিৎসা মৃত্যু দামা চাপা সাত লক্ষ টাকা দেওয়া হয়েছে প্রবাসীর পরিবার দেরকে, অপ্রীতিকর ঘটনারও জন্ম হচ্ছে ভুল চিকিৎসা আর অর্থে কাঁচা টাকার কাচে হারছে মেদা,মতলব উপজেলা সান্তো ক্লিনিক ডাক্তার মাহাবুব সাহেব ওনার বেক্তিগীত দুর্বলতার চিন্তা করে বেসরকারি হাসপাতাল এবং সকল রোগের চিকিৎসক ডাক্তার মহিবুল রহমান (শাহাদাত) তদন্ত রেখেছে বহাল তবিয়তে।
Leave A Reply