দুর্গাপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

0

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

“শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে – মাতা-পিতাকে উৎসাহিত করুন” এই প্রতিপাদ্যে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার দুপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে এক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ আলী রেজা সিদ্দকী এর সভাপতিত্বে পরিসংখ্যানবিদ লিন্টু সরকার এর সঞ্চালনায় দিবস কেন্দ্রীক আলোচনা করেন ডা. তানজিরুল ইসলাম, ডা. সৌরভ জাহান, ডা. আব্দুল ওয়াদুদ শিকদার, নাসিং সুপারভাইজার উম্মে কুলসুম, স্বাস্থ্য পরিদর্শক সুব্রত চক্রবর্তী, ম্যাডিক্যাল টেকনোলজিষ্ট রবীন্দ্র সরকার সহ অন্যান্য সহকর্মীবৃন্দ।

বক্তারা বলেন, শিশুদের নির্ধারিত সময় পর্যন্ত বুকের দুধ খাওয়ানোর কোন বিকল্প নাই। কিন্তু আধুনিকতার ছোঁয়ায়, অনেক পরিবার এ কাজটি না করার কারনে অনেক শিশুই পুষ্টি হীনতায় ভুগছে। নির্ধারিত সময় পর্যন্ত বুকের দুধ খাওয়ানোর সুফল অন্যদের কাছে তুলে ধরতে সকল কে এগিয়ে আসতে হবে।

Leave A Reply