ছেলেধরা গুজবে কান না দিতে নাগেশ্বরী সরকারি কলেজ হলরুমে আলোচনাসভা

0

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ছেলেধরা গুজবে কান না দিতে থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

পদ্মাসেতুতে মানুষের মাথার প্রয়োজন এমন ভুল তথ্য ছড়িয়ে পড়ার কারণে বিভিন্ন যায়গায় গলাকাটা ছেলেধরার গুজব উঠেছে। সন্দেহভাজনভাবে গণপিটুনীর নামে নীরিহ মানুষকে হয়রানী এবং মেরে ফেলারও খবর আসছে বিভিন্ন গণমাধ্যমে।

এসব গুজবে কান না দিতে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো: রওশন আলমের নেতৃত্বে থানা পুলিশও রয়েছে কঠোর ভুমিকায়। বিভিন্ন স্কুল, কলেজে গিয়ে গুজবে কান না দিতে সচেতনতা মূলক আলোচনাসভা করছেন। এরই ধারাবাহিকতায় নাগেশ্বরী সরকারি কলেজ হলরুমে বুধবার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সাংবাদিকদের নিয়ে সচেতনতামূলক আলোচনাসভা করেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন মন্ডল রেজার সভাপতিত্বে এবং প্রভাষক রেজাউল করিম রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন এএসপি (সার্কেল) লুৎফর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর, সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, আব্দুর রশিদ, লুৎফর রহমান প্রমুখ।

Leave A Reply