১৪ দিন ধরে খেয়াঘাট বন্ধ, চরম দুর্ভোগে কুড়িগ্রামের ফুলবাড়ীর হাজার হাজার মানুষ

0

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর-গোরকমন্ডল এলাকায় ধরলা নদীর খেয়া ঘাটে (ঘেরুরঘাট) ১৪ দিন ধরে পারাপার বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন নদীর দুই পাড়ের কয়েক হাজার মানুষ। এই খেয়া ঘাট থেকে লালমনিরহাট জেলা শহরে দুরত্ব কম হওয়ায় প্রতিদিনেই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট, পশ্চিম-ফুলমতি, গোরকমন্ডল,চর-গোরকমন্ডল এলাকার শতশত মানুষ এই ঘাট দিয়ে লালমনির হাটে যাতায়ত করে।

গোরকমন্ডল বিডিআর বাজার ও আনন্দ বাজারের মুদি দোকানদার, কাপড় ব্যবসায়ী ও কাঁচামাল ব্যবসায়ীরা লালমনিরহাট জেলা শহর থেকে দোকানের মালামাল ক্রয় করে এই ঘাট দিয়েই বাজারে আসে। কলার আড়ত হিসাবে খ্যাত চর- গোরকমন্ডল এলাকার কলা ব্যবসায়ীরা জীবন-জীবিকার তাগিদে এই ঘাট পাড়ি দিয়ে লালমনিরহাট সদর উপজেলাসহ মোগলহাট, দুরাকুটিহাট, মেগারাম, ভাটিবাড়ী ও কোদাল খাতা হাট-বাজারে গিয়ে কলা বিক্রি করে। তাছাড়া লালমনিরহাট সরকারী কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী এই ঘাট দিয়ে প্রতিষ্ঠানে যায়। কিন্তু দীর্ঘ ১৪ দিন থেকে খেয়া ঘাট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা।

Leave A Reply