কুড়িগ্রামে বন্যা মধ্যে ত্রাণ বিতরণ পানিসম্পদ সচিব

0

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।

সোমবার ভোরে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের কিশামত মালভাঙা, উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের শেখ পালানু আশ্রয়ণকেন্দ্রে এবং চিলমারী উপজেলার চরসাকাহাতি আশ্রয়ণকেন্দ্রে দুই হাজার পরিবারকে ১৫ কেজি করে চাল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমীন, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

সচিব রোববার বিকালে কুড়িগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন।

এর পর সন্ধ্যায় তিনি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে দুর্যোগ বিষয়ে মতবিনিময় করেন। সোমবার ত্রাণ বিতরণ শেষে স্পি-বোডে গাইবান্ধায় জেলার উদ্দেশে রওনা দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।

Leave A Reply