দুর্গাপুরে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

0

 

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা খানম এর হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে নাহিদা সুলতানা (১৩) নামের এক স্কুল ছাত্রী।

এ বিষয়ে সোমবার দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের গীলাগড়া গ্রামের মো. নজরুল ইসলাম এর স্কুল পড়–য়া মেয়ে নাহিদা তাঁেক বিয়ে দিবে এমন সংবাদ পেয়ে কৌশলে ইউএনও‘র নাম্বরে ফোন দিলে নাহিদাকে ইউএনও‘র সাথে দেখা করতে বলেন। পরবর্তিতে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, স্থানীয় সাংবাদিক ও স্কুল শিক্ষকের সাথে আলোচনা করে ১৮ বছরের পুর্বে ভরণ পোষন ও বিয়ে না দেয়ার শর্থে নাহিদার বাবার মোচালিকা দেয়ার প্রেক্ষিতে বাবার কাছে মেয়েকে হস্তান্তর করে বই ও জামা কাপড় কেনার জন্য ১হাজার টাকা অনুদান প্রদান করেন। নাহিদা চন্ডিগড় এলাকার মাতৃজাগরনী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী।

Leave A Reply